পৃথক দুটি এলাকাতে আজ পন্ডিতের দীনদয়াল উপাধ্যায়ের জন্ম দিবস উদযাপন করা হলো ঝালদা ২ নম্বর ব্লক এলাকাতে । মূলত চার নম্বর মন্ডলের উদ্যোগে কোটশীলা দলীয় পার্টি অফিসে এবং পাঁচ নম্বর মন্ডলের উদ্যোগে বেগুনকোদর এলাকায় ছোট ছোট দুটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দীনদয়াল উপাধ্যায়ের জন্ম দিবস পালন করা হয় ।