দুর্বল সেতুর উপর দিয়ে ভারী গাড়ি যাওয়ার ফলে সেতু ভেঙ্গে চৌচির। বরাবাজার ব্লকের অন্তর্গত লটপদা গ্রাম পঞ্চায়েতের সরবেড়িয়া,পুইজাঙ্গা, তালাডি,হেরবনা সহ প্রায় ২০ থেকে ২৫ টি গ্রামের মানুষজনের বরাবাজার শহরে আসার একমাত্র রাস্তা সেতু ভাঙার কারণে একেবারেই বন্ধ। বরাবাজার শহরের সন্নিকটে হাড়িজোড় নামক নদীর উপর সেতুটি একেবারেই চৌচির হওয়ার কারণে বিপদ এড়াতে বরাবাজার থানা প্রশাসন সেখানে দিয়েছে ব্যারিকেট।