বেহাল রাস্তা ও সেতু সংস্কারের দাবিতে শুক্রবার বিকেল চারটা থেকে পাচটা পর্যন্ত বিধাননগর গ্রামপঞ্চায়েতের টেনসোন মোড় এলাকায় বিক্ষোভ দেখালো বাসিন্দারা। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের বুক চিরে যাওয়া ১২ কিমি রাস্তার বেহাল দশা হয়ে রয়েছে ।রাস্তার ওপরে থাকা কুর্তি সেতুরও বেহাল দশা। এই সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ হলেও মানছে না কেউই। এদিকে রাস্তার পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে।