চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মাংরুল গ্রাম পঞ্চায়েতের আমড়াপাট গ্রামের বাসিন্দা জয়দেব সাঁতরা(৩৬) সোনার কাজ করতো মুম্বাইয়ে,আর সেখানে তার অস্বাভাবিক মৃত্যু হয়। মৃতের পরিবারের দাবি কাল সকালে তাদের ফোন করে জানানো হয়। মৃত জয়দেবের দেহ আজ রাত নাগাদ পৌঁছবে তার চন্দ্রকোনার বাড়িতে। মৃত জয়দেবের পরিবারের সাথে আজ দেখা করলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস