বুধবার পশ্চিম খেংচি সংলগ্ন বুড়া ধরলা নদীতে ভেসে আসলো মৃতদেহ। জানা যায় এলাকাবাসীরা ওই নদীতে মাছ ধরতে যায় সেই সময় ওই এলাকার কোন এক ব্যক্তির চোখে পড়ে নদীর কিনারায় কি যেন ভেসে উঠছে ।এক পা দু পা করে এগিয়ে তিনি দেখতে পান একটি মৃত দেহ নদীর কিনারায় ভেসে আছে। ওই ব্যক্তির চিৎকার চেঁচামেচিতে ধীরে ধীরে ঘটনাস্থলে প্রচুর মানুষ জড়ো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। যদিও এখনও পর্যন্ত মৃতদেহটিকে শনাক্ত করা যায়নি।