অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চললো ছড়িয়ে পড়লো মেখলিগঞ্জের রানীরহাটের শৌলমারি এলাকায়। সোমবার দুপুরে স্থানীয় বাসিন্দা বিশ্ব রায়-এর বাড়িতে হটাৎই ধোয়া দেখতে পান এলাকার বাসিন্দারা। মহুর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পরে গোটা বাড়িতে। আগুনে পুরোপুরি ভাবে ভস্মীভূত হয়ে যায় একটি ঘর। প্রথম দিকে আগুন নেভানোর কাজে লেগে পড়েন এলাকার বাসিন্দাড়া। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেখলিগঞ্জ অগ্নিনির্বাপক কেন্দ্রের একটি ইঞ্জিন। তারা গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।