দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে জলে ডুবে মৃত্যু হল সমর মণ্ডল নামে এক ব্যক্তির। জানা গেছে, ৪৭ বছর বয়সি সমরবাবু পেশায় বালুরঘাট আদালতের মুহুরী ছিলেন। রবিবার দুপুরে এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তাঁর বাড়ি বালুরঘাট শহরের নেপালি পাড়ায়। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।