পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছুঁড়া দূরত্বে তাও আবার ভর দুপুরে ছিনতাই। এক বৃদ্ধাকে মাদক জাতীয় কিছু খাইয়ে সোনার কানের দুল নিয়ে পালানোর অভিযোগ। আরও গুরুতর অভিযোগ, সমস্ত ঘটনা জানিয়ে রথবাড়ি ফাঁড়িতে অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য মালদা শহর জুড়ে। আক্রান্ত বৃদ্ধার নাম ইন্দুবালা মণ্ডল (৬০)। বাড়ির পুরাতন মালদার ১৭ মাইল এলাকায়।