রবিবার সকাল ১০টায় সিপিআইএম তপন এরিয়া কমিটির উদ্যোগে তপনের বিভিন্ন শাখা পার্টি অফিসে "খাদ্য ও গণ আন্দোলনের" শহীদদের স্মরণে শহীদ দিবস পালন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএমের প্রবীণ নেতা প্রসন্ন বসাক, এরিয়া কমিটির সম্পাদক দিলীপ বিশ্বাস, নেতৃত্ব জার্জিস আলী সরকার, তুষার কান্তি সরকার, অনন্ত মণ্ডল, মামুন রশিদ, বিশু রায়, দীপঙ্কর মহন্ত-সহ একাধিক বিশিষ্টজন। কর্মসূচির শুরুতে দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ। এরপর শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ