সোমবার উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন,শ্রীভূমির হাটমেন্ট রোড জুবিন গার্গের শৈশব স্মৃতির সাথে নিবিড় ভাবে জড়িত। জুবিন গার্গ উক্ত এলাকার কোয়ার্টারে শৈশব অতিবাহিত করেছেন এবং শিক্ষা লাভ করেছেন। তার অসামান্য অবদানকে সম্মান জানিয়ে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার স্মৃতিকে অমর করে রাখার জন্য উক্ত শ্রীভূমি শহরের হাটমেন্ট রোডটির নাম পরিবর্তন করে জুবিন গার্গ রোড রাখার দাবি করলেন তিনি।