পরিকল্পনাহীন ও নিম্নমানের কাজের অভিযোগ তুলে ড্রেন নির্মাণের কাজ বন্ধ করে দিল স্থানীয় বাসিন্দারা। রতুয়া ২ ব্লকের আড়াইডাঙ্গা অঞ্চলের চাঁদপাড়া গ্রামে এই কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। গ্রাম পঞ্চায়েতের বরাদ্দ অর্থ প্রায় ২ লক্ষ ৩০ হাজার টাকা ব্যায়ে প্রায় ৫০ মিটার নির্মাণের কাজ করা হচ্ছে। কিন্তু এই কাজ করতে যে ধরনের সামগ্রী ব্যবহার করা হচ্ছে সেগুলি অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ। নিকাশি ছাড়াই গ্রামের মাঝ বরাবর ড্রেন করে দেওয়া হচ্ছে।