আলিপুরদুয়ার জেলা শহরের তিনটি কলেজ এবং একটি হাই স্কুলে এসএসসি পরীক্ষা হবে রবিবার। সব রকম প্রস্তুতি শেষ এসএসসি পরীক্ষার্থীদের জন্য এমনটাই জানা গেছে প্রশাসনিক সূত্রে শনিবার রাত নটা নাগাদ। পর্যাপ্ত পরিমাণে পুলিশ থেকে শুরু করে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এসএসসি পরীক্ষা দিতে হবে প্রার্থীদের। আলিপুরদুয়ার জেলা শহরের তিনটি কলেজ সহ ম্যাক উইলিয়াম হাই স্কুলে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে বসবেন। অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য প্রস্তুত রয়েছে প্রশাসনিক কর্তারা।