বীরভূম জেলার মুরারই ২ ব্লকের অন্তগত।পাইকর বেলতলা শিশু শিক্ষা কেন্দ্র পানীয় জলের নলকুপ কল খারাপ হয়ে পড়ে আছে।পাইকর বেলতলা শিশু শিক্ষা কেন্দ্র ইনচার্জ এ অভিযোগ।এই বিষয়ে মুরারই ২ ব্লকে S,E,O আমাদের মৌখিকভাবে জানান। পাইকর বেলতলা শিশু শিক্ষা কেন্দ্র পক্ষ থেকে জানালে পানীয় জলের নলকুপ কলটা দ্রুত মেরামতি করার চেষ্টা করব। আজ ১২ জুন বৃহস্পতিবার আনুমানিক বেলার দিকে।পাইকর বেলতলা শিশু শিক্ষা কেন্দ্র ইনচার্জ পাইকর বেলতলা শিশু শিক্ষা কেন্দ্র থেকে।