ভারি বৃষ্টির জেরে ডাইভারশন আলিপুরদুয়ার ও ফালাকাটার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফালাকাটা-আলিপুরদুয়ার সড়ক পথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার রাতভর বৃষ্টি হয়।সেই কারণে নির্মীয়মাণ মহাসড়কের বালুর ঘাটে থাকা ডাইভারশন ভেঙে গিয়েছে। রবিবার থেকে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওই ডাইভারশন ভেঙে যাওয়ার ফলে বিভ্রাটে পড়েছেন বহু মানুষ।