হাড়োয়া বিধানসভার অন্তর্গত চাঁপাতলা পঞ্চায়েতের তরফদার আটি শিশু শিক্ষা কেন্দ্রে মঙ্গলবার অনুষ্ঠিত হল আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্প।চাঁপাতলা পঞ্চায়েতের ১৫৫,১৬২ এবং ১৬৩ এই তিনটি বুথ নিয়ে অনুষ্ঠিত হয় আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্প। এদিন দুপুর একটা নাগাদ ক্যাম্প পরিদর্শন করেন হাড়োয়া বিধানসভার বিধায়ক সেখ রবিউল ইসলাম,বিডিও ফাহিম আলম, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এনামুল হক, বিশিষ্ট সমাজসেবী সুব্রত বসু। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান প্রণতী