কাঞ্চনপুর মহকুমায় প্রথম অত্যাধুনিক সুবিধাযুক্ত রোগী পরিসেবার জন্য উন্নতমানের এম্বুলেন্স পরিসেবা চালু হলো লালজুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে। শুক্রবার এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মাছমারা কেন্দ্রের এম.ডি.সি স্বপ্না রানী দাসের উন্নয়ন তহবিল অর্থব্যয়ে লালজুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নতুন এম্বুলেন্সটি এম.ও.আই.সির হাতে তুলে দেন এম.ডি.সি স্বপ্না রানী দাস।