পূর্ব বর্ধমানের পাল্লা রোডে সন্ধ্যা ছটা নাগাদ কমরেড সুজন চক্রবর্তী ঠিক কি বললেন শুনুন, বামফ্রন্টের আমলে প্রত্যেক বছর পরীক্ষা হত। স্বচ্ছতার সাথে নিয়োগ হত তা নিয়ে কেউ কোনদিন প্রশ্ন করার সুযোগ পায়নি। এই আমলে আট নয় বছর আগে ১৬ সালে পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষায় এত দুর্নীতি সাদা খাতা ,র্যাঙ্ক জাম্পিং, ওএমআর সিট হারিয়ে যাওয়া এই সব নানান যা করতে থাকলো তাতে মধ্য যেটা দাঁড়ালো সেটা হচ্ছে অযোগ্যদের তালিকা বের হচ্ছে আর যোগ্যদের চাকরি চলে যাচ্ছে।