খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে ছোট ছোট পরীক্ষা দিতে এসে দেখতে পায় এন এস এস ইউনিটের দরজার তালা ভাঙ্গা। ঘরে গিয়ে দেখতে পাই জিনিসপত্র লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে। অনেক জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে। পুলিশ খবর দিলেও বেলা দুইটা পর্যন্ত পুলিশ যায়নি ঘটনাস্থলে বলে খবর।