শশ গ্রাম থেকে একটি শিয়াল উদ্ধার করল বন কর্মীরা। বনকর্মীদের ফের একবার মানবিক রূপ লক্ষ্য করা গেল। বৃহস্পতিবার বিকাল পাঁচটা নাগাদ বনদপ্তর সূত্রে জানা যায় এদিন সকালে বাগমুন্ডি থানা এলাকার শশ গ্রামের একটি কুয়োতে পড়ে যায় একটি শিয়াল। গ্রামবাসীদের চোখে পড়তেই তৎক্ষণাৎ খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় বন কর্মীরা। কিছুক্ষণের প্রচেষ্টার পর শিয়াল টিকে উদ্ধার করে পার্শ্ববর্তী বুড়দা এলাকার জঙ্গলের ছেড়ে দেওয়া হয় ।