Sonarpur, South Twenty Four Parganas | Aug 31, 2025
স্কুল সার্ভিস কমিশনের 'দাগি' অযোগ্য শিক্ষকদের তালিকায় তৃণমূল কাউন্সিলরের নাম ৷তিনি হলেন কুহেলি ঘোষ ৷ তিনি দক্ষিণ 24 পরগনার রাজপুর-সোনারপুরের18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর । পাশাপাশি তিনি রাজপুরেরই চৌহাটি হাইস্কুলে শিক্ষকতা করতেন বলে জানা গিয়েছে ।তবে তাঁর দাবি, তিনি নিজের যোগ্যতাতেই চাকরি পেয়েছিলেন।