যশ্বশী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জির জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে রাজ্যজুড়ে ১৪ দিন ব্যাপী পালিত হবে “সেবা পাক্ষিক” কার্য্যক্রম। উক্ত কার্যক্রম কে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে ১২ই সেপ্টেম্বর বেলা দুইটা নাগাত ৩৯-মনু মন্ডলের উদ্যোগে সাতচাঁদ কমিউনিটি হলে আয়োজিত প্রস্তুতি বৈঠকে অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির দক্ষিণ জেলা সভাপতি দ্বীপায়ন চৌধুরী ও বিধায়ক মাইলাফ্রু মগ সহ অন্যান্যরা