Rajarhat, North Twenty Four Parganas | Aug 23, 2025
মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত অঙ্কন শিক্ষক,এলাকায় চাঞ্চল্য,পলাতক অভিযুক্তরা,তদন্তে বেলঘরিয়া থানার পুলিশ। সকালবেলা অনুষ্ঠান বাড়ি থেকে বাড়িতে ফিরছিলেন নন্দননগরের বাসিন্দা নিরুপম পাল।।নিরুপম বাবু পেশায় একজন অঙ্কন শিক্ষক।।বাড়ি ফেরার সময় রাস্তায় কিছু যুবক ও যুবতী মিলে মদ্যপান করছিল।।আর সকাল বেলা এলাকায় প্রকাশ্যে এই ধরনের মদ্যপানের ঘটনার প্রতিবাদ করেছিলেন অঙ্কন শিক্ষক নিরুপম পাল।।