ফের চড়িলাম চেছুড়িমাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছাত্রদের মধ্যে মারপিটে উত্তপ্ত হয়ে পরিবেশ। ঘটনা মঙ্গলবার দুপুরে। চেছুড়িমাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শ্রেণিকক্ষে দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র সুকান্ত দেবনাথ কে বেধড়ক মারধর করে তার ক্লাসের সহকর্মী বিশাল বৈষ্ণব।