পাড়া ব্লকের বহড়া গ্রাম পঞ্চায়েতের দড়দা মনিবালা হাই স্কুলে চলা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পরিদর্শনে করলেন পাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরী,পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার সহ অন্যান্যরা। বুধবার দুপুর বারোটা নাগাদ এই শিবির পরিদর্শন করেন তারা। এদিন শিবিরে উপস্থিত থেকে এলাকার মানুষের সমস্যার কথা গুলি শোনেন তারা।