জমি ব্যবসায়ী এক ব্যক্তিকে গত তিনদিন আগে অপহরণ করে গোপন স্থানে লুকিয়ে রাখার অভিযোগকে ঘিরে জোর সোরগোল তৈরি হল মালদার মানিকচকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের মীরাগ্রাম এলাকায়। ঘটনায় অপহৃত ব্যবসায়ীর প্রাণ সংশয়ের আশঙ্কায় চরম দুশ্চিন্তায় তার পরিবারবর্গ। এদিকে এই ঘটনার তদন্ত নেমে মঙ্গলবার সকালে মানিকচক থানার পুলিশ 'অপহৃত ব্যবসায়ীর বাইক উদ্ধার করে। যদিও অপহৃত ব্যবসায়ীর কোন হদিশ মেলেনি। পরিবারের তরফে জমি জায়গার সংক্রান্ত বিষয়ে অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছে।