This browser does not support the video element.
গোসাবা: গোসাবার রামনগরে বজ্রাঘাতে মৃত্যু হলো এক ব্যক্তির,ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ
Gosaba, South Twenty Four Parganas | Jun 3, 2025
দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের কচুখালী GPর রামনগরে মঙ্গলবার বিকালে বজ্রাঘাতে মৃত্যু হলো দীনবন্ধু মন্ডল নামে বছর ৫১এক ব্যক্তির।স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার বিকালে হটাৎ প্রচন্ড ঝড় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়।তখন রামনগরের বাসিন্দা দীনবন্ধু মন্ডল মাঠে গরু আনতে যায়।সেই সময় বজ্রাঘাতে তাঁর মৃত্যু।পরিবারে নেমে আসে শোকের ছায়া।খবর পেয়ে গোসাবা থানার পুলিশ দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ।