আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন মাঝেরডাবরি চা বাগানে চিতা বাঘের থাবায় গুরুতর জখম মোজ্জামেল হক এমনটাই দেখা গেল জেলা হাসপাতালে গিয়ে বুধবার বেলা সাড়ে পাঁচটা নাগাদ। মঙ্গলবার রাতে কাজ থেকে বাড়ি যাবার পথে রাস্তায় তাকে আক্রমণ করে চিতাবাঘ। রাতেই তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বনদপ্তরের বিভিন্ন কর্মীরা রাতেই হাসপাতালে এসেছেন তার সঙ্গে দেখা করার জন্য। বুধবার তার চিকিৎসা চলছে জেলা হাসপাতালে তবে তার আতঙ্ক কাটেনি এখনো।