অন্যান্য বছরের মত এবারেও পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের কামারগোড়া গ্রামের কামারগোড়া যুব কল্যাণ সংঘের গণেশ পুজো মন্ডপে উপচে পড়ল দর্শনার্থীদের ভিড়।বৃহস্পতিবার রাত্রে ঐ পুজো মণ্ডপ পরিদর্শনে যান এলাকার তথা পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি।বিধায়ক পুজো মণ্ডপ ঘুরে দেখেন, প্রতিমা দর্শন করেন ।পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখেন বিধায়ক। বিধায়ক জানান, কামারগোড়া যুব কল্যাণ সংঘের গণেশ পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানের আলাদা আকর্ষণ।