Kakdwip, South Twenty Four Parganas | Aug 31, 2025
ভুয়ো পুলিশ সেজে তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়ে একাধিকবার ধর্ষণ করার ঘটনায় গ্রেফতার এক অভিযুক্ত হারুউড পয়েন্ট এলাকার ঘটনা। সেই ঘটনায় তরুণীর পরিবারের পক্ষ থেকে গত পরশু একটি অভিযোগ দায়ের করা হয় হারুউড পয়েন্ট কোস্টাল থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ওই অভিযুক্তকে গতকাল গ্রেফতার করে হারুউড পয়েন্ট এলাকা থেকে আদালতে পেশ করলে বিচারক ১৪ দিনের জেলা হেফাজতে নির্দেশ দেয়।