বেলসিংহা এক নম্বর অঞ্চলের দাদপুর ১৯৭ নম্বর বুথে দারি জগন্নাথপুর এলাকায় বেহাল রাস্তা পরিদর্শন করতে যান বেলসিংহা ১ অঞ্চলের সদস্য সাইদুল শেখ। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ক্যাম্পে এলাকার মানুষেরা এই রাস্তা সংস্কারের জন্য দাবি জানাই আর সেই দাবীকে মান্যতা দিয়ে আজ রাস্তা পরিদর্শন বলে জানা গিয়েছে।