কদমতলা সিডিপিও অফিসে ১১ দফা দাবির ভিত্তিতে এক ডেপুটেশন প্রদান করা হয় শুক্রবার বেলা তিনটা নাগাদ। এই ডেপুটেশনটি প্রদান করেন বাগবাসা ব্লক কংগ্রেস কমিটির নেতৃত্ব। সেসময় কদমতলা প্রজেক্টের সিডিপিও বিশ্বজিৎ দাস অনুপস্থিত থাকায় ডেপুটেশন গ্রহণ করেন অফিসের সিনিয়র সুপারভাইজার ত্রিদীপ দে। ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির নেতৃত্ব হীরালাল নাথ, বাগবাসা ব্লক কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার সিংহ, কংগ্রেসের ওবিসি চেয়ারম্যান মনিন্দ্র নাথ সহ অনান্যরা।