পাইপলাইন এলাকা থেকে খাট ড্রেসিং টেবিল আলনা সহ বিয়ে দেওয়া সামগ্রী তুলে নিয়ে গেল শামুকতলা থানার পুলিশ আদালতের নির্দেশে সোমবার বিকেল পাঁচটা নাগাদ। মধ্য কামাখ্যাগুড়ি এলাকার যুবতীর সামাজিকভাবে বিয়ে হয়েছিল শামুকতলা থানার পাইপলাইন এলাকায়। বিয়ের পর থেকেই তার উপর নির্যাতন চালাচ্ছিল পরিবারের লোকেরা। গত দু মাস আগে বধূ নির্যাতনের অভিযোগের দায়ের করেছিলেন গৃহবধূ তার স্বামী সহ পরিবারের অন্যান্যদের বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ মামলা শুরু করেছিল।