ঘটনাটি রবিবার তুফানগঞ্জ দুই ব্লকের বোচামারি চৌপথি সংলগ্ন এলাকার ঘটনা। ঘটনায় আহতরা হলেন লক্ষণ বর্মন, কার্তিক বর্মন, পুচু ওরফে অভিজিৎ বর্মন এবং পিন্টু বর্মন। চারজনের মধ্যে পিন্টু বর্মনকে প্রাথমিক চিকিৎসার পর ছাড়লেও বাকি তিনজনের অবস্থা গুরুতর থাকায় তাদের জেলা হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসক। জানা গিয়েছে চার বন্ধু দুটি বাইক নিয়ে বোচামারি যাবার পথে বোচামারি চৌপথি সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে চলে যায়।