বিশালগড় SDM অফিস সংলগ্ন উদ্যান পালন উপ-অধিকর্তা কার্যালয়ে দুই সহকারী অধিকর্তা মনীষা দাস এবং সহকারী অধিকর্তা মধু চন্দ দাস সঠিক সময়ে অফিসে আসেন না। যার ফলে ভিন্ন ঘটছে সরকারি পরিষেবা। মঙ্গলবার সকালে অফিসে গিয়ে দেখা যায় দুই সহকারী অধিকর্তা অফিসে অনুপস্থিত। এখন দেখার বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী উক্ত বিষয়ে কি ভূমিকা গ্রহণ করে দুই সহকারী অধিকর্তার বিরুদ্ধে।