শনিবার থেকে গোটা রাজ্যের মত আলিপুরদুয়ার -১ ব্লকেও চালু হলো আমাদের পাড়া,আমাদের সমাধান কর্মসূচি।রাজ্য সরকারের নতুন প্রকল্প প্রথম দিন আলিপুরদুয়ার -১ ব্লকের খয়েরবাড়ি জুনিয়র বেসিক স্কুলে চালু হলো।ব্লকের এক জায়গায় এই কর্মসূচি হচ্ছে।সকাল থেকেই ওই শিবিরে ভিড় দেখা যায়।এদিন সকাল দশটা নাগাদ আবার শিবির পরির্দশন করেন আলিপুরদুয়ার -১ বিডিও জয়ন্ত রায়।