রাড়বঙ্গ জোনের মন্ডল সভাপতি প্রশিক্ষণ বর্গ কর্মশালায়, ঝালদা এক ব্লকের থেকে তিন জন মন্ডল সভাপতির উপস্থিতি রবিবার বিকেল চারটা নাগাদ বিজেপি সূত্রে জানা যায় আসানসোলে রাড়বঙ্গ জোনের মন্ডল সভাপতিদের কর্মশালা আয়োজিত হচ্ছে। যেখানে একাধিক জেলার শতাধিক মন্ডল সভাপতিরা উপস্থিত হলেন। তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হল। ২০২৬ বিধানসভা নির্বাচনের পূর্বে এই প্রশিক্ষণ কর্মশালা খুব গুরুত্বপূর্ণ বলে রাজ্য বিজেপি সূত্রে খবর। সেই মতো ঝালদা এক ব্লকের থেকে তিন জন মন্ডল