This browser does not support the video element.
পুরুলিয়া ১: সোনা দোকানে হত জমি জায়গার কারবার,কোটের নির্দেশে তল্লাশি সোনা দোকানে,জানালেন টামনাথানার ভারপ্রাপ্ত অফিসার
Purulia 1, Purulia | Aug 21, 2025
হারাধন শাও নামে এক ব্যক্তির বেলুমার অদূরে থাকা জমির নকল দলিল বানিয়ে তাকে সিগনেচার করিয়ে জমি হাতিয়ে নেওয়ার অপরাধে সন্তোষ মুখার্জী যার বাড়ি রেনি রোড এলাকায় এবং বাপি ব্যানার্জি, যার বাড়ি ছররাতে, অরুপ বড়াল। এই তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ । তদন্ত চালিয়ে এদিন পুরুলিয়া শহরের একটি সোনার দোকানে কোটের নির্দেশে তল্লাশি চালাই এদিন রাত্রি আটটা নাগাদ টামনা থানার ভারপ্রাপ্ত অফিসার জানান ওই সোনা দোকানেই জমি জায়গার কারবার ও লেনদেন সবকিছুই করা হতো ।