পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের জোরাডি রতনপুর হাইস্কুলে পাণীয় জলের সংকট দূর করতে পুরুলিয়া জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের আর্থিক সহায়তায় ৮লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে সোলার ডিপ টিউবওয়েল।সেই কাজ পরিদর্শন করতে এদিন ঐ বিদ্যালয়ে যান পুরুলিয়া জেলা পরিষদের সদস্য অভিজিৎ মুখার্জী। তিনি জানান জোরাডি রতনপুর হাইস্কুলে জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের আর্থিক সহায়তায় ৮লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে সোলার ডিপ টিউবওয়েল।তারি কাজ পরিদর্শন করি।