রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের বাড়িতে বিজয়ার শুভেচ্ছা জানাতে তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের উপচে পড়া ভিড়। শনিবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত চলেছে শুভেচ্ছা জানাতে আসা মানুষের ঢল। রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা গঙ্গারামপুরের বাসিন্দা বিপ্লব মিত্র এবং গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র— দুই ভাই-ই এলাকায় জনপ্রিয় রাজনৈতিক নেতা। দুর্গাপূজো শেষে বিজয়ার প্রণাম জানাতে এদিন তাদের বাড়িতে বিভিন্ন ধর্মের মানুষকে ভিড় করতে দেখা যায়।