"ঝিন্দেদের বন্দি" পুজো মণ্ডপের থিম করে চমক দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ময়নার রামচন্দ্রপুর শারদসম্মেলনী, প্রতিমা নির্মাণেও চমক রয়েছে |এই পূজার উদ্বোধন করেন ময়নার বিধায়ক অশোক দিন্দা, আছে পুজো উপলক্ষে প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মায়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী,জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস শ্রীকন্ঠ অঞ্চলের প্রধান সহ অন্যান্য বিশিষ্ট গুণীজনেরা |