উদয়পুর ক্যানেল চৌমুনী ওয়াটার সাপ্লাই সংলগ্ন এলাকায় দূর্গা পূজার প্রতিমা নিরঞ্জন করার পথে একটি বাইক রাস্তায় নয় বছরের শিশুসহ এক মহিলাকে ধাক্কা দেয়। এটি শিশুটির মৃত্যু হয় এবং অপরদিকে বয়স্ক মহিলা হেলন তাসকে উন্নত চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতাল থেকে জিবিতে রেফার করে। মৃত শিশুটির নাম অসীম দাস বয়স নয় বছর।