বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গাড়ির চালক দিবস পালন করা হয় নলহাটি দুই নম্বর ব্লকের পানাগড় মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কের ধারে মোস্তফাডাঙ্গা মোড়ে।অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বীরভূম এর পক্ষ থেকে এই দিনটি পালন করে।শুরুতে তারা জাতীয় পতাকা উত্তোলন করে একটি ছোট মিছিল করে, জাতীয় সড়কের উপর চলমান গাড়ির চালকদের জল মিষ্টি খাওয়ানো হয়। এছাড়াও এলাকায় পথ দুর্ঘটনায় যত গাড়ির চালক নিহত হয়েছেন তাদের পরিবারের শিশুদের হাতে পড়াশোনার সরঞ্জাম তুলে দেন।