জিৎপুর সুইচ গেট পাড়ায়। জিৎপুর সুইচগেটের একটি গেট ভেঙে জল বেড়িয়ে যাচ্ছে প্রশাসনকে বলেও কোনো লাভ হযনি,তেহট্ট এলাকার চাপাগাড়া সহ আশেপাশের বিভিন্ন মাঠে চাষীদের পাট ডাঙায় পড়ে গেছে। এর পরে শনিবার দুপুর ২ টো ৩০ মিনিটের সময় সুইচ গেট দ্রুত সারাইয়ের দাবিতে, চাষীরা জিৎপুর সুইচগেট পাড়ায় হল রাস্তা অবরোধ।