আসানসোলের কল্যাণপুর কে সেক্টর দুর্গাপূজার ৩৯তম বর্ষ, খরচ ২৫ লক্ষ পশ্চিম বর্ধমান জেলার অন্যতম পুজোর মধ্যে একটি হচ্ছে আসানসোলের কল্যাণপুর কে সেক্টর দুর্গাপুজো। প্রত্যেক বছরের মত এই বছরও আকর্ষকের কেন্দ্র হয়েছে এই পুজো প্যান্ডেল। পুজো কমিটির তরফে 39 বছরে পর্দাপণ করল।এবারের থিম সৃষ্টি।এই থিমের মাধ্যমে হারিয়ে যাওয়া আধুনিকতা তুলে ধরা হয়েছে। এই বছরের খবর ২৫লক্ষ টাকা। আজ মহা ষষ্ঠীর সন্ধ্যা ৬টা থেকে দেখা মিললো দর্শণার্থীদের ভিড়