জলাশয়ে ডুবে মৃত্যু হল এক যুবতীর। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। সোমবার ভল্কা-বারবিশা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভল্কা গ্রামে ঘটনাটি ঘটেছে। এদিন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে দেহের ময়নাতদন্ত হয়েছে। মৃত যুবতীর নাম কবিতা দাস(৩০)। এদিন সকালে বাড়ির পাশে প্রকৃতির ডাকে সাড়া দিতে যায় কবিতা। এরপর সে সেখানকার একটি জলাশয়ে নামে। জলাশয়ে সে তলিয়ে যায়। তাকে উদ্ধার করে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে আনা হয়। চিকিৎসক কবিতাকে মৃত ঘোষণা করেন।