আজ সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের ও মান্দারমণিতে চিস্তিয়া মিলন মেলা কমিটির উদ্যোগে আয়োজিত হয়েছে সর্ব-ধর্ম-সমন্বয় সভা ও মিলন মেলা। রাজ্যের বিভিন্ন প্রান্তের কয়েক হাজার মানুষ এই মেলায় ভীড় জমিয়েছেন। সংস্থার প্রধান উদ্যোক্তা মিনমিত্র মীর মমরেজ আলি'র নেতৃত্বে বেশ কয়েক বছর ধরে এই অনুষ্ঠান হয়ে আসছে।