আমাদের পাড়া আমাদের সমাধান" ক্যাম্প পরিদর্শনে মেমারির বিধায়ক শনিবার সকালে ও দুপুরে পূর্ববর্ধমান জেলার গন্তার ১ পঞ্চায়েতের ৮৬/৮৭/৮৮ নম্বর বুথের পাড়ায় সমাধান ক্যাম্প ও সাতগেছিয়া ২ পঞ্চায়েতের ৪৭/৪৮/৪৯ নম্বর বুথের পাড়ায় সমাধান ক্যাম্প পরিদর্শন করলেন মেমারি বিধানসভার সম্মানীয় বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প শেষে দুয়ারের সরকার ক্যাম্প শুরু হয়। এদিন সাধারণ মানুষের ভিড় ছিল চোকে পড়ার মতো।