বাতাবাড়ি সহ সংলগ্ন এলাকার ছোট গাড়ি চালক ও মালিকদের নিয়ে কমিটি গঠন করা হলো। শনিবার বিকেল চারটা নাগাদ বাতাবারি ফার্ম বাজারে এক সভার মাধ্যমে নর্থ বেঙ্গল মোটর কর্মীর সংঘের আওতাধীন ওই কমিটি গঠন করা হয়। মোট ২১ জনকে নিয়ে কমিটি গঠন করা হয়। কমিটির সম্পাদক রমজান আলী, সভাপতি মমিনুল হক, কোষাধ্যক্ষ হিসেবে নারায়ণ দে কে মনোনীত করা হয়। এদিনের এই সভায় বাতাবারি সহ সংলগ্ন এলাকার ছোট গাড়ির চালক ও মালিকেরা উপস্থিত ছিলেন।