ঝাড়গ্রাম রেল স্টেশনে রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঝাড়গ্রাম জিআরপি জানিয়েছেন, মৃত ব্যক্তির নাম দুর্গের সাহা (৪৮)। বাড়ি নদিয়া জেলার করিমপুর থানা এলাকায়। বৃহস্পতিবার দুপুরে দেহ ময়নাতদন্ত হয় ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে। ঝাড়গ্রাম জিআরপি সূত্রে জানা গিয়েছে, নদীয়া জেলার ওই বাসিন্দা ঝাড়খন্ড রাজ্যের জামশেদপুরে কর্মরত ছিলেন।বুধবার রাত্রে ঝাড়গ্রাম রেল স্টেশনে রেল লাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়েন।