আজ সন্ধ্যায় খোয়াই জেলা হাসপাতাল অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে রয়েছে। গোটা হাসপাতাল বিদ্যুতহীন। গরমে হাঁস পাস করছে হাসপাতালে চিকিৎসাধিন রোগীরা। জরজমিনে জেলা হাসপাতালে গিয়ে দেখা গেল অন্ধকার আচ্ছন। দেখে মনে হয় ভূতুরে পরিবেশ। গোটা বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে ক্যামেরার সামনে কোন প্রতিবেদন রাখতে ইচ্ছুক নয়।